ফাতেহ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সশস্ত্রবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মিলে মোট ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কর্মরত ২০ জন এবং অবসরপ্রাপ্ত ১৭৯ জন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত সশস্ত্রবাহিনীতে ১৫ হাজার ৯০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বাহিনীতে কর্মরত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।
তবে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৫ হাজার ২২৮ জন সুস্থ হয়ে কর্মস্থলে যোগ ও বাসায় ফিরে গেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরো জানানো হয়, বর্তমানে সশস্ত্রবাহিনীর ৪৭৫ জন সদস্য ভাইরাসটিতে সংক্রমিত হয়ে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
The post সশস্ত্রবাহিনীতে করোনায় ১৯৯ জনের মৃত্যু appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2UptqKH
No comments:
Post a Comment