আন্তর্জাতিক ডেস্ক:
ভেঙে পড়েছে জাপানের মানসিক স্বাস্থ্য ব্যবস্থা। বছরব্যাপী চলা নভেল করোনাভাইরাসে যত মানুষ দেশটিতে মারা গেছেন, তার চেয়ে অনেক বেশি মানুষ গত এক মাসে আত্মহত্যা করেছে। খবর সিএনএন এবং ফক্স নিউজ।
জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সিকে উদ্ধৃত করে খবরে বলা হয়, শুধুমাত্র অক্টোবরে ২ হাজার ১৫৩ জন আত্মহত্যা করেছেন। আর চলতি বছরে আত্মহত্যা করেছেন ১৭ হাজারের বেশি! অথচ করোনাভাইরাসে ‘অনেক কম’ মানুষ মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ২ হাজার মানুষের প্রাণ গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ লকডাউনে পরিবার থেকে দূরে থাকতে থাকতে অনেকেই হতাশায় ডুবে যাচ্ছেন। এর ভেতর যোগ হচ্ছে অর্থনৈতিক চিন্তা। গ্রাস করছে বেকারত্ব।
জাপান সরকারের প্রধান মুখপাত্র ক্যাটসুনোবু কাটো গত সপ্তাহে বলেন, ‘আত্মহত্যা থেকে মানুষকে বিরত রাখতে আমরা হটলাইন চালু করছি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।’
জাপানে ঐতিহাসিকভাবে আত্মহত্যার প্রবণতা অন্য দেশের চেয়ে বেশি। করোনার আগের কয়েক বছরে সেটি কিছুটা কমেছিল। আত্মহত্যা প্রতিরোধের জন্য জাপান সরকারের বিশেষ তহবিল আছে। সেটি এখন ১০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৪ মিলিয়ন করা হয়েছে।
The post জাপানে এক মাসে করোনার চেয়ে আত্মহত্যায় বেশি মৃত্যু! appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2VgvR2p
No comments:
Post a Comment