Saturday, November 28, 2020

৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮

ফাতেহ ডেস্ক:

দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৯০৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত ৬ হাজার ৫৮০ জনের মৃত্যু হলো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৮টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭১৮টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি।

উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৯০৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৬ হাজার ৫৮০ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও নারী ৮ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

একই সময়ে দেশে ২ হাজার ২০৯ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬২ শতাংশ এবং সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে গত ২ জুলাই। ওই দিন ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত করা হয়।

অন্যদিকে, দেশে করোনা রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ গত ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটে। এর মধ্যে গত ৩০ জুন ৬৪ জনের মৃত্যু হয়। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন এবং খুলনা বিভাগে রয়েছেন ৩ জন। এ ছাড়া চট্রগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে এক জন করে তিন জন রয়েছেন।

The post ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3l9L5ks

No comments:

Post a Comment