ফাতেহ ডেস্ক:
কোভিড-১৯ সংক্রমণের আতঙ্ক থেকে শ্রীলঙ্কার একটি কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারারক্ষীদের সঙ্গে বন্দিদের এই সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫২ জন।
দেশটির মহোরা কারাগারে এ ঘটনা ঘটেছে বলে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার কারাগারগুলোতে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন কারাগারে ১ হাজারের মতো বন্দি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।
এ অবস্থায় দেশটির কারাগারে থাকা বন্দিরা জামিনে মুক্তি এবং কারাগারে উন্নত ব্যবস্থাপনার দাবিতে বিক্ষোভ করে আসছেন। এমন পরিস্থিতিতেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র অজিত রোহানা জানিয়েছেন, দেশটির মহোরা কারাগারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে নিতে কারারক্ষীদের শক্তি প্রয়োগ করতে হয়। ওই ঘটনায় আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুলিশের ৫টি দল মোতায়েন করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সংঘর্ষ থামাতে গুলি ছুড়েছে কারারক্ষীরা। স্থানীয় বাসিন্দারা কারাগার প্রাঙ্গণে আগুন জ্বলতেও দেখেছেন।
The post করোনাতঙ্কে কারাগারে সংঘর্ষ, নিহত ৬ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3lsBBkA
No comments:
Post a Comment