ফাতেহ ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লানকভিচ। তবে তিনি ‘ভালো অনুভব’ করছেন। মন্ত্রিপরিষদ থেকে সোমবার এ তথ্য দেওয়া হয়।
এএফপি জানায়, স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৫০ বছর বয়সী প্রধানমন্ত্রী দু’দিন ধরে আলাদা থাকছিলেন।
ক্রোয়েশিয়ার রক্ষণশীল এইচডিজেড দলের প্রধান হিসেবে ২০১৬ সাল থেকে তিনি দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন।
মন্ত্রিপরিষদ জানান, প্রধানমন্ত্রী প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ হলেও সোমবার নতুন করে করোনা পরীক্ষায় পজিটিভ হন। তিনি ১০ দিন আইসোলেশনে থাকবেন।
মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এখন ভালো অনুভব করছেন। তিনি বাসভবন থেকেই দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এবং চিকিৎসক ও মহামারি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছেন।
এ দিকে দেশটিতে ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগে মৃত্যু সংখ্যার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
ক্রোয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের হার ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আসার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংক্রমণের হার ফের অনেক বেড়ে গেছে।
৪২ লাখ জনসংখ্যার এ দেশে বর্তমানে প্রায় ২ হাজার ৩শ’ করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ক্রোয়েশিয়ায় ৭৪ জন করোনায় প্রাণ হারিয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যার দিক থেকে এটি নতুন রেকর্ড।
কিছুদিন আগে ক্রোয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন।
The post ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2VlyAb1
No comments:
Post a Comment