আন্তর্জতিক ডেস্ক:
গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি ৮৪ বছর বয়সে মারা গেছেন। তার জাতীয় উম্মা পার্টি আজ এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে তিন সপ্তাহ ধরে হাসপাতালে থাকার পর তিনি করোনাভাইরাসে মারা যান। গত মাসেই তাকে করোনাভাইরাসে পজিটিভ বলে সনাক্ত করা হয়।
১৯৮৯ সালে দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী থাকার সময়ে এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এর ফলে সাবেক প্রেসিডেন্ট ওর আল বাশার আবার ক্ষমতা দখল করেন।
তিনি তিন দশক ধরে ক্ষমতায় থাকার পর গত বছর একটি অভূত্থানে তিনি নিজেই ক্ষমতাচ্যুত হন। তবে সুদানে নেতৃত্বের এই সব পরিবর্তনের মধ্যেও আল মাহদি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। উম্মা পার্টি এক বিবৃতিতে বলেছে যে, সুদানের ওমদুরমান শহরে শুক্রবার মাহদিকে সমাহিত করা হবে।
The post করোনায় মারা গেলেন সুদানের সাবেক প্রধানমন্ত্রী মাহদি appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2Ji2JFv
No comments:
Post a Comment