Friday, November 20, 2020

এবার করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে

ফাতেহ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

তার মুখপাত্র জানান, ৪২ বছর বয়সী জুনিয়র ট্রাম্পের চলতি সপ্তাহের শুরুতেই করোনা ধরা পড়ে। নমুনা পরীক্ষার ফল আসার পর থেকেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

মুখপাত্র আরও বলেন, জুনিয়র ট্রাম্প এখন পর্যন্ত উপসর্গহীন। কঠোরভাবে কভিড নির্দেশিকা মনে চলছেন। চিকিত্‍‌সকদের পরামর্শও নিচ্ছেন।

বিবিসি জানায়, এ নিয়ে ট্রাম্পের দ্বিতীয় ছেলে করোনায় আক্রান্ত হলেন। এর আগে গত মাসে ব্যারন ট্রাম্প (১৪) করোনায় আক্রান্ত হলে দ্রুত সেরে উঠে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও করোনায় আক্রান্ত হন। তারা দুজনেই নির্বাচনের আগে সেরে ওঠেন।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণ দুই লাখ ছাড়িয়েছে। দেশটিতে একদিনে ২ লাখ ১ হাজার ৮৩ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৯৫১ জন।

যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। পরে তা দুই লাখের কাছে এসে ঠেকে। শেষ পর্যন্ত সেটা দুই লাখের অঙ্কও ছাড়িয়ে গেল।

The post এবার করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2IUDicM

No comments:

Post a Comment