Friday, November 13, 2020

কোভিড-১৯: ভর্তি পরীক্ষা নিয়ে এখনই সিদ্ধান্ত নিবে না বিশ্ববিদ্যালয়

ফাতেহ ডেস্ক:

কোভিড-১৯ পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনার্স প্রথম বর্ষের ভর্তি নিয়ে কোনও সিদ্ধান্তে যাচ্ছে না। ডিসেম্বরের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিশ্ববিদ্যালয়গুলো। এছাড়া গত সেশনে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠ্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নতুন করে ভর্তি পরীক্ষা নিতেও চায় না বিশ্ববিদ্যালয়গুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ফলাফল (এইচএসসি পরীক্ষার ফল) বের হোক, ভর্তির জন্য পরীক্ষার্থীরা সময় যতটুকুই হোক পাবে। ফলাফল হলে তখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিতে পারবে। আগাম কিছু বললে বিভ্রান্তি ছড়াবে। আগের বছরের মতো আমাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি। অ্যাকাডেমিক কাউন্সিল ও পরীক্ষা কমিটির সিদ্ধান্তের পর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।’

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন করে কোনও সিদ্ধান্ত নেয়নি। শিগগিরই অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকও আহ্বান করেনি কর্তৃপক্ষ। একইভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনও কোনও সিদ্ধান্তে যায়নি। তবে এই পাঁচ বিশ্ববিদ্যালয়ে আগের নিয়মেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছে।

এ পাঁচ বিশ্ববিদ্যালয়ের বাইরে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তারাও ভর্তির বিষয়টি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তবে তারা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্তটি এখনও বহাল রেখেছে।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশে গত ১৭ মার্চ থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি। অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা জেএসসি ও সমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। তারপর বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাবে।

The post কোভিড-১৯: ভর্তি পরীক্ষা নিয়ে এখনই সিদ্ধান্ত নিবে না বিশ্ববিদ্যালয় appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35vDg3X

No comments:

Post a Comment