Saturday, November 14, 2020

রোমানিয়ার করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

ফাতেহ ডেস্ক:

রোমানিয়ার একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১০ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি মোকাবিলা অধিদপ্তর।

কর্মকর্তারা জানিয়েছেন, পিয়াত্রা ন্যাম হাসপাতালের আইসিইউ থেকে শনিবার প্রথম আগুন ছড়িয়ে পড়ে। পরে সেটি পাশের আরেকটি রুমে চলে যায়। ঠিক কীভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি।

রয়টার্স জানিয়েছে, আরও সাতজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন চিকিৎসকও আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে পিয়াত্রা কাউন্টি হাসপাতালে অব্যবস্থাপনা চলছে। গত বছর বিষয়টি তদারকির জন্য সরকার থেকে আটজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়। রোগীদের যথাযথ চিকিৎসা দিতে না পারার দায়ে গত তিন সপ্তাহ আগে হাসপাতালটির পরিচালক পদত্যাগ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য একটি ফ্লোরে আইসিইউ স্থানান্তর করা হয়েছে।

২০১৫ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। সে বছর একটি নাইট ক্লাবে আগুন লেগে ৬৫ জন মারা যান।

The post রোমানিয়ার করোনা হাসপাতালে আগুন, নিহত ১০ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/38JR10X

No comments:

Post a Comment