ফাতেহ ডেস্ক:
ওয়াজ-মাহফিলকে বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম বলে নিজের অজ্ঞতার পরিচয় দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মীজানুর রহমান। গঠনমূলক সমালোচনা না করে ধর্মীয় ওয়াজ মাহফিলকে ‘ওয়ান কাইন্ড ওফ কনসার্ট’ বলে মশকরা করলেন তিনি।
গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
মীজানুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িকতা মানে কেবল হিন্দু মুসলিমের সাম্প্রদায়িকতা না। সুন্নিরা কি শিয়াদের মুসলমান মনে করে? ইউটিউবে হুজুরদের ওয়াজ শুনে দেখবেন যে, উনি ছাড়া কেউ মুসলমান না। সবাই কাফের। যারা মোনাজাত করছে তারা কাফের। যারা ওয়াজ করছে তারা কাফের।’
বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে সমালোচনা জন্ম দিয়েছেন এই ভিসি।
অধ্যাপক ড. মীজানুর রহমান যুবলীগের বর্তমান কমিটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য। ২০১৯ সালে একটি বেসরকারি টেলিভিশনকে বলেছিলেন, যুবলীগ আমার প্রাণের সংগঠন। আমি অবশ্যই যুবলীগ চেয়ারম্যানের পদকে গুরুত্ব দেব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়তেও কোনো দ্বিধা নেই।
এই বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তাকে শিক্ষক হিসেবে অনুপযুক্ত বলেও মন্তব্য করেছিলেন অনেকে।
করোনার সংকটময় সময়ে ছাত্রদের মেসভাড়া বাড়িয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়। তখন মেস ভাড়ার সমস্যা সমাধানের বিষয়ে জানতে চাইলে উপাচার্য মীজানুর রহমান উত্তেজিত হয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে হয় সব থেকে গরিবের বাচ্চাদের নিয়ে এসে ভর্তি করেছি। তোমরা এত মিসকিন, নিজেদের আত্মমর্যাদা পর্যন্ত নেই। আমি কী বিজ্ঞাপন দিয়েছিলাম যে, দরিদ্রদের ভর্তি করা হয়। এটা কি দরিদ্রদের এতিমখানা, মাদ্রাসা? তোমাদের বিয়ে হবে না। বিয়ে করতে গেলে বলবে, গরিবের বাচ্চা সব তোমরা। খাওয়ার টাকা লাগছে না, কেএফসি যাওয়া লাগছে না, ‘মোটরসাইকেলের খরচ লাগছে না, বিড়ি-সিগারেট লাগছে না, রিকশাভাড়া লাগছে না, বান্ধবীরে আইস্ক্রিম খাওয়ানো লাগতেছে না। এসব টাকা দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছ না কেন?’
তারই এক শিক্ষার্থী তখন বলেছিলো, ‘যুবলীগের দুর্দিনে জবি ভিসি যুবলীগের দায়িত্ব নিতে চাইলেন তবে জবি শিক্ষার্থীদের দুর্দিনে কেন দায়িত্ব নিতে অনীহা? আমরা তো দুর্দিনের চরম শীর্ষে আছি। আমাদের কথাও ভাবুন।’
The post এবার ওয়াজ-মাহফিল নিয়ে ‘অজ্ঞতাপ্রসূত’ মন্তব্য করলেন জবি ভিসি appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/35TL1Qc
No comments:
Post a Comment