ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ৭৩৭ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬১১ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৬৫ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। এর মধ্যে ১ হাজার ২০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।
সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২.২৫ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৪৭ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত একদিনে মৃত্যুবরণ করাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী সাতজন। এদের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে রয়েছে সর্বোচ্চ ১৬ জন, খুলনা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম, রাজশাহী বিভাগে রয়েছেন চারজন করে, সিলেট বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে, ৬১-৭০ বছরের মধ্যে রয়েছেন ১০ জন, চারজন করে মৃত্যু হয়েছে ৪১-৫০, ৭১-৮০ বছরের মধ্যে, একজন করে মৃত্যু হয়েছে ২১-৩০ ও ৮১-৯০ বছর বয়সীদের মধ্যে।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৬৪ জনকে, ছাড় পেয়েছেন ৪৯০ জন; বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ২৫ জন।
এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ১৮৪ জনকে, ছাড় পেয়েছেন ১ হাজার ৮৫১ জন; বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫২ হাজার ৯৪২ জন।
The post দেশে একদিনে মৃত্যু ৩২, শনাক্ত ২৬১১ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3ipUa7x
No comments:
Post a Comment