Friday, August 7, 2020

রাশিয়ায় করোনায় আক্রান্ত পৌনে ৯ লাখ ছাড়াল

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে রাশিয়ায়। সবশেষ চব্বিশ ঘণ্টায় বিশ্বের বৃহত্তম দেশটিতে আরও পাঁচ হাজারের বেশি মানুষের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। তাতে মোট আক্রান্ত ছাড়িয়েছে পৌনে ৯ লাখ।

রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের রবাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ২৪১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭৭ হাজার ১৩৫ জনে।

আক্রান্তের বৈশ্বিক তালিকায় চতুর্থস্থানে আছে রাশিয়া। কুড়ি লাখ ছাড়ানো তাদের ঠিক ওপরে রয়েছে ভারত।

দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল, ২৯ লাখ ১৭ হাজার। মৃত্যুতেও দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটি, ৯৮ হাজার ছাড়িয়েছে।

আক্রান্ত-মৃত্যুতে শীর্ষে রাশিয়ার শত্রু দেশ যুক্তরাষ্ট্র; আক্রান্ত ৫০ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ১ লাখ ৬২ হাজারের বেশি।

সবশেষ চব্বিশ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১১৯ জনের। তাতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৫ জনে। মৃত্যুর বৈশ্বিক তারিকায় এগারোতম স্থানে রাশিয়া। দেশটিতে আক্রান্ত-মৃত্যুর বেশির ভাগই রাজধানী মস্কোর।

The post রাশিয়ায় করোনায় আক্রান্ত পৌনে ৯ লাখ ছাড়াল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3a2vz5O

No comments:

Post a Comment