Tuesday, August 18, 2020

মোদির ‘বিশেষ বার্তা’ নিয়ে ঢাকায় শ্রিংলা

ফাতেহ ডেস্ক:

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এক অনির্ধারিত সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন।

ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি বিমানে তিনি বেলা সাড়ে ১১টার দিকে কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, দুই দেশের সম্পর্ক জোরদারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘একটি বিশেষ বার্তা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে আকস্মিক এই সফরে এসেছেন।

তারা জানিয়েছে, হঠাৎ করেই সংক্ষিপ্ত এ সফর নির্ধারিত হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে তার এ অনির্ধারিত সফর নিয়ে সূত্রগুলো কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

এ সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হবে।

বাংলাদেশে ভারতের সাবেক এই হাইকমিশনার গত জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন।

The post মোদির ‘বিশেষ বার্তা’ নিয়ে ঢাকায় শ্রিংলা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/348wyR1

No comments:

Post a Comment