ফাতেহ ডেস্ক:
১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যায় কারা কারা জড়িত তা বের করতে তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
আজ শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আমির হোসেন আমু এ আহ্বান জানান।
১৪ দলের মুখপাত্র প্রবীণ এ আওয়ামী লীগের নেতা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের খুন করেও ক্ষান্ত হয়নি খুনিরা। তারা সারা দেশে খুন, হত্যা, রাহাজানির রাজনীতি শুরু করেছিল। তারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দেয়, আইন করে এই হত্যাকাণ্ডের বিচারের রাস্তা বন্ধ করে দিয়েছিল। তাদের খুঁজে বের করতে হবে।
‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছিল। তারপর সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়। কিন্তু হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যার কারা কারা জড়িত তা বের করতে তদন্ত কমিশন গঠনের প্রয়োজন।’
বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তাঁর জন্ম হয়েছিল বলেই আজ আমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলাসহ বড় বড় পদের পরিচয় দিতে পারছি। আজ বাংলাদেশ মানেই উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির মহাসড়ক দিয়ে এগিয়ে চলার বাস্তবতা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য কামরুল হাসান খান বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে হবে। এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক দুর্নীতি উঠে এসেছে। এটা দূর করতে হবে।
বিএমএ মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, বিএমএ সদস্য আবু রায়হান প্রমুখ বক্তব্য দেন।
The post ১৫ আগস্ট নিয়ে তদন্ত কমিশন গঠনের আহ্বান আমুর appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3hAw5uV
No comments:
Post a Comment