Wednesday, August 26, 2020

পদ্মাসেতুর কাজ শেষ হবে ২০২২ সালে: অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

দেশের সর্ববৃহৎ সেতুপদ্মা সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। ২০২২ সালে এটির কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৬ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২২ সাল পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজ বাড়ানো হয়েছে। এর আগে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের মধ্যে। সেভাবেই কাজটি এগুচ্ছিলো। কিন্তু করোনা ভাইরাস সব কিছুই ওলট-পালট করে দিয়েছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি জানান, প্রকল্পের মূল্য ধরা হয়েছে ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা।

The post পদ্মাসেতুর কাজ শেষ হবে ২০২২ সালে: অর্থমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gtqbu3

No comments:

Post a Comment