ফাতেহ ডেস্ক:
নিউইয়র্ক ভিত্তিক একটি মুসলিম চ্যারিটি সংস্থা ‘সাদাকাহ ফাউন্ডেশন’ বরাবরের মত এ বছরও বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঈদকালীন মানবিক সহায়তা প্রদান করেছে।
পবিত্র ঈদুল আযহার প্রধান অনুষঙ্গ কুরবানি দিতে যারা সমর্থ হননি, বিশেষ করে যারা করোনার ছোবলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে এ চ্যারিটি সংস্থাটি।
ঈদের তৃতীয় দিন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদের মাধ্যমে স্থানীয়দের মাঝে অনুরূপ উদ্দেশ্য নিয়ে কুরবানির গোশত বিতরণ করা হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সচিব মাওলানা এম শামসুদদোহা তালুকদার, সহকারী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন কুরআন শিক্ষা বোর্ডের সহকারী শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী, অন্যান্য স্বেচ্ছাসেবক মাওলানা সালাহউদ্দিন, মাওলানা মাসুদুর রহমান মো. মোশাররফ হোসেন, মো. মনির হোসেন প্রমুখ।
নিউইয়র্কে বসবাসরত মুসলিম ভাইদের অনুদানে ‘সাদাকাহ ফাউন্ডেশন নিউইয়র্ক’ এ দেশের হাজার হাজার মানুষের মাঝে গোশত বিতরণ করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সাদাকাহ ফাউন্ডেশন নিউইয়র্কের সম্মানিত চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ এ ধরনের মহতি উদ্যোগ আগামীতেও চালু রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
The post সাদাকাহ ফাউন্ডেশনের গোশত বিতরণ কর্মসূচী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3koorFM
No comments:
Post a Comment