ফাতেহ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২৪ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৩১৫ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চব্বিশ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। ৩১ জন হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা গেছেন।
তাদের মধ্যে ১৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।
১৪ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম বিভাগের, ৬ জন রাজশাহী বিভঅগের, ২ জন খুলনা বিভাগের, ৩ জন বরিশাল বিভাগের, ২ সিলেট বিভাগের, ২ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৩ হাজার ৬৫৭ জনের মধ্যে ২ হাজার ৮৯০ জন পুরুষ এবং ৭৬৭ জন নারী।
The post দেশে একদিনে মৃত্যু ৩২, শনাক্ত ২০২৪ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3fZS50D
No comments:
Post a Comment