ফাতেহ ডেস্ক:
প্লাজমা ডোনেট করতে দুইদিনে মুন্সিগঞ্জ থেকে পুলিশের ৯২ জন সদস্য ঢাকায় গিয়েছেন।
দুইদিনে মুন্সিগঞ্জ পুলিশের ৯২ জন সদস্য ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে প্লাজমা ডোনেট করতে গিয়েছেন। বুধবার(১৯ আগষ্ট) সকাল ৮টায় একটি বাসে জেলা পুলিশ লাইন্স থেকে রওয়ানা করেন ৫২ জন পুলিশ। গতকাল(১৮ আগষ্ট) গিয়েছিল ৪০ জন পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ঢাকায় গিয়েছেন ৫২ জনের মধ্যে উপ পরিদর্শক(এস আই) ৪ জন, সহকারি উপ-পরিদর্শক(এএসআই) ৭জন, সার্জেন্ট একজন, নায়েক একজন, কনস্টেবল ৩৯ জন। গতকাল গিয়েছেন পুলিশ পরিদর্শক দুইজন, উপ-পরিদর্শক ১৬ জন, সহকারি উপ-পরিদর্শক ৫ জন, কনস্টেবল ১৭জন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, সঠিক চিকিৎসা ও পরিচর্যার ফলে দ্রুত সুস্থ হয়ে ওঠা করোনাবিজয়ী ৯২ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের গিয়েছেন। দেশে করোনা শুরু হওয়ার পর থেকেই জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে। গতকাল ৪০ জন ও আজ ৫২ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে গিয়েছেন। যারা সুস্থ্য হয়ে উঠছেন তাদেরকে প্লাজমা ডোনেটে আহ্বান করা হচ্ছে।
The post প্লাজমা দিতে মুন্সিগঞ্জ থেকে আরোও ৫২ পুলিশ সদস্য ঢাকায় appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/34dfQ2Z
No comments:
Post a Comment