ফাতেহ ডেস্ক:
দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হতে যাচ্ছে। ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ পুরী মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গত ২৩ মার্চ থেকে ভারতের সাথে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ ছিল। তবে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় ‘বন্দে ভারত মিশন’ বিমান সেবা চালু হয়েছিলো।
শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার আরো চারটি দেশের সঙ্গে ভারত করোনাকালে দ্বিপক্ষীয় ব্যবস্থায় স্বাভাবিক বিমান চলাচল চালু করার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশসহ বাকি দেশগুলো হলো শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও আফগানিস্তান।
ভারতের এ প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের বহু মানুষ বিমানে সরাসরি ভারতের বিভিন্ন শহরে যেতে পারবেন। এ দেশগুলোয় যেসব ভারতীয় আটকে পড়েছেন তাদের দেশে ফিরিয়ে আনতে ভারত কাজ করছে বলে জানান হরিদীপ পুরী।
করোনার কারণে প্রায় সব দেশেরই আন্তর্জাতিক বিমান চলাচল এখনো প্রায় বন্ধ। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার স্বাভাবিক বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। নতুন ব্যবস্থা চালু হলে দুই দেশের হাজারো নাগরিকের উপকার হবে।
করোনাকালে এমন দ্বিপক্ষীয় বিমান পরিচালনা ব্যবস্থাকে ভারত ‘এয়ার বাব্ল’ বলে অভিহিত করছে। চুক্তি অনুসারে বিধিনিষেধ মেনেই দুই দেশের বেশকিছু শহরের মধ্যে সরাসরি বিমান চালু করা সম্ভব হবে।
ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, আমিরাত, কাতার ও মালদ্বীপের সঙ্গে ‘এয়ার বাব্ল’ চুক্তি সই করেছে ভারত। আরো ১৩ দেশের সঙ্গে এ চুক্তি করতে ভারত কাজ করছে। বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।
বাংলাদেশকে এ চুক্তির আওতাভুক্ত করতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনার মুহাম্মদ ইমরানের সাথে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা কথা বলেছেন। আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিবকে জানানো হয়, বাংলাদেশের বহু নাগরিকের ভারতীয় ভিসা থাকার পরও তারা ভারতে যেতে পারছেন না।
কূটনৈতিক সূত্রে আশা করা হচ্ছে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বাংলাদেশ সফরেই এ বিষয়ে দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে যাচ্ছে।
The post চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট! appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2Q6cmHj
No comments:
Post a Comment