ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৬৭৭ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫১ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৩৩ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। এর মধ্যে ১ হাজার ৭৬০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৪৫ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৬৬ শতাংশ।
চব্বিশ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী তিনজন। এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন সর্বোচ্চ ১৩ জন, খুলনা বিভাগের পাঁচজন, চট্টগ্রাম, রাজশাহী বিভাগে তিনজন করে, রংপুর বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের মধ্যে, ছয়জনের বয়স ৫১-৬০ বছর, চারজন করে মৃত্যু হয়েছে ৭১-৮০ ও ৪১-৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ৮১-৯০।
The post দেশে চব্বিশ ঘণ্টায় মৃত্যু ২৭, শনাক্ত ২৮৫১ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/30yG8dO
No comments:
Post a Comment