ফাতেহ ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার ঘোষণা দিয়েও এই প্রতিষ্ঠানের সংস্কার চেয়ে যুক্তরাষ্ট্র যে আলোচনা শুরু করেছে সেখান থেকে বেরিয়ে গেছে ফ্রান্স এবং জার্মানি। দেশ দুটির তিনজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে রয়টার্স।
ফ্রান্স এবং জার্মানির এমন সিদ্ধান্তকে ডোনাল্ড ট্রাম্পের জন্য ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকেরা। জি৭ দেশভুক্ত দেশগুলোকে নেতৃত্ব দেয়া যুক্তরাষ্ট্র আশা করেছিল ডব্লিউএইচওকে ভাঙতে সব দেশ পাশে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেপ্টেম্বরেই এই কাজ করতে চেয়েছিলেন ট্রাম্প।
গত জুলাইতে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও ছাড়তে এক বছরের নোটিশ জারি করে। ট্রাম্পের দাবি, সংস্থাটি চীনের পক্ষে কাজ করতে করোনা মহামারীর তথ্য লুকিয়েছে।
ইউরোপের কয়েকটি দেশও ডব্লিউএইচও’র সমালোচনা করছে কিন্তু তারা যুক্তরাষ্ট্রের মতো সরে আসেনি। জার্মানি এবং ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, সংস্থা ছাড়ার পর যুক্তরাষ্ট্র যেভাবে সংস্কার প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে চাইছে তার পক্ষে তারা নন। ইতালির এক মুখপাত্র বলছেন, তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে প্যারিস এবং বার্লিনের সিদ্ধান্তকে তারা ঠিক মনে করছেন।
ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র এ বিষয়ে রয়টার্সকে বলেছেন, ‘জি৭-এর সব দেশ ডব্লিউএইচও সংস্কারের বিষয়ে একমত। শুধু জার্মানি এবং ফ্রান্সের যোগ না দেয়াটা দুঃখজনক।’
The post ডব্লিউএইচও সংস্কারে ট্রাম্পের ‘সঙ্গে নেই’ জার্মানি-ফ্রান্স appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3io875U
No comments:
Post a Comment