ফাতেহ ডেস্ক:
উন্নতি ও সমৃদ্ধির পথযাত্রায় করোনা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়ালেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বৃহষ্পতিবার) দুপুরে সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ নেতা বলেন, করোনার প্রভাবে বাজেট পুরোপুরিভাবে বাস্তবায়ন সম্ভব না হলেও অর্থনীতি চলমান থাকবে। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।
দেশ যখন উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন করোনা ভাইরাস বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রোগ-শোক, দুর্যোগ থাকবেই। এর মধ্যেই জীবনকে চালিয়ে নিতে হবে।
সংকট উত্তরণে নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছিল তারাই এদেশের মানুষকে দুর্নীতি এবং ঋণখেলাপি শিখিয়েছে। তারাই এ দেশে মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে।
এখন আওয়ামী লীগ সরকার অনিয়ম-দুর্নীতি ধরলেও সমালোচিত হচ্ছে উলেখ করে শেখ হাসিনা বলেন, আগে অনিয়মই ছিল নিয়ম। পরিচয় যাই হোক অনিয়ম করলে সরকার ব্যবস্থা নেবে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান শেখ হাসিনা।
-এ
The post করোনায় ব্যাঘাত হলেও দেশকে এগিয়ে নিবো: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2Ob31gl
No comments:
Post a Comment