ফাতেহ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে বেশ কয়েক মাস। ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ইতোমধ্যেই একটা জট লেগে গেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি গণমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে- পরীক্ষা না নিয়েই নির্দিষ্ট কিছু ক্লাসের ক্ষেত্রে অটো প্রমোশন তথা পরবর্তী ধাপে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে শিক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, খবরটি সঠিক নয়, সরকার এমন কিছু ভাবছে না।
বিবৃতিতে বলা হয়, অটো প্রমোশনের যে খবরটি দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন। সম্পূর্ণ গুজব এই খবরের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সংযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষা কার্যক্রমকে দ্রুত আগের জায়গায় ফিরিয়ে আনতে মন্ত্রণালয় থেকে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যথাসময়ে তা বাস্তবায়ন করতে হবে।
এদিকে সংসদে দেওয়া এক বক্তব্যে শিগগিরই একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনা পরিস্থিতি সব দেশের জন্যই একটা নির্মম বাস্তবতা। তবে আমরা কিন্তু বসে নেই। এর মধ্যেই ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ চূড়ান্ত করেছি। শিক্ষা বোর্ডগুলোতেও ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিগগিরই আমরা একাদশ শ্রেণীর ভর্তি শুরু করতে পারবো।
তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলতে চাইনি, সেজন্য এখনো সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। তবে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা ভুলে না যায়, শিক্ষার মান যেন না কমে, সেজন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। তাছাড়া শিক্ষা কার্যক্রমকে দ্রুত ট্র্যাকের মধ্যে নিয়ে আসতে কয়েকটি বিকল্পও ঠিক করে রাখা হয়েছে, প্রতিষ্ঠান খোলার পরপরই সেগুলো বাস্তবায়ন করা হবে।
-এ
The post শিক্ষার্থীদের অটো প্রমোশনের খবর ‘সঠিক নয়’ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3gJoA3M
No comments:
Post a Comment