Thursday, July 9, 2020

আরো ৪১ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৩৬০

ফাতেহ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২ হাজার ২৩৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া একদিনে আরো ৩ হাজার ৩৬০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৭৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৩২টি নমুনা। এর মধ্যে ৩ হাজার ৩৬০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৮৪টি নমুনা। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২১.৪৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তে হার ১৯.৪০ শতাংশ।

The post আরো ৪১ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৩৬০ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZRl4h9

No comments:

Post a Comment