ফাতেহ ডেস্ক
নতুন করে দেশে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুইজন মারা গেছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
শনিবার (০৪ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫৩ টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আইইডিসিআরে ৮ জনকে শনাক্ত করা হয়েছে। একজন ঢাকার বাইরের। গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। এক জনের বয়স ৯০ ও আরেক জনের বয়স ৬০ বছর। এই দুইজনের বিভিন্ন রোগ ছিল।
আইইডিসিআর পরিচালক বলেন, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় চার জন সুস্থ হয়েছেন। মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন।
তিনি বলেন, নতুন ৯ জনের মধ্যে সংক্রমণ আছে এমন লোকের সংস্পর্শে এসে ৫ জন আক্রান্ত হয়েছেন। ২ জন বিদেশ থেকে এসেছেন। অপর দুইজন কিভাবে সংক্রমিত হয়েছেন তার খোঁজ নেওয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে ২ জন শিশু, তিন জনের বয়স ২০-৩০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩০-৫০ বছরের এর মধ্যে, একজনের ৬০ বছরের মধ্যে এবং একজন ৯০ বছর বয়সী বৃদ্ধ।
-এ
The post দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2X7dfEg
No comments:
Post a Comment