ফাতেহ ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণ রোধের কোন নির্দেশনাই মানছে না কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। ক্যাম্পে থাকাতো দূরের কথা মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছে তারা। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। স্থানীয় প্রশাসন বলছে, সচেতনতা বাড়ানো পাশাপাশি সংক্রমণ রোধে কাজ করা হচ্ছে।
এমন জটলা, চায়ের দোকানে আড্ডা আর অবাধে ঘোরাফেরা করছেন কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। তাদের মধ্যে নেই সচেতনতার লেশ। সরকারি নির্দেশনা মানছে না তারা। ফলে করোনা সংক্রমনের ঝুঁকি বেড়েই চলেছে এই বড় জনগোষ্ঠিতে। স্থানীয় বাসিন্দাদের জন্যও ঝুঁকি বাড়াচ্ছে তারা।
স্থানীয় প্রশাসনের সহায়তায় ক্যাম্পগুলোতে প্রচারণা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদ্যসরাও মাঠে নেমেছে। ঝুঁকি এড়াতে মাইকিং করে সতর্ক করা হলেও কিছুতেই আটকানো যাচ্ছে না রোহিঙ্গাদের। টহলের পর আবারো চায়ের দোকান ও রাস্তায় জড়ো হচ্ছেন তারা। ফলে তাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে, রোহিঙ্গাদের করোনা সংক্রান্ত চিকিৎসা দিতে প্রস্তুতি সেরে রেখেছে জেলা প্রশাসন। রোহিঙ্গা ক্যাম্পে কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ২শ শয্যা বিশিষ্ট আলাদা হাসপাতাল তৈরির কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক।
সংক্রমণের ঝুঁকি এড়াতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতার সাথে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
-এ
The post করোনা সংক্রমণ রোধের নির্দেশনা মানছে না রোহিঙ্গারা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2wQaPPP
No comments:
Post a Comment