ফাতেহ ডেস্ক
সৌদি রাজপরিবারের অন্তত দেড়শ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস্।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের গভর্নর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন। রাজপরিবারের আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসার জন্য প্রায় ৫০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে। হাসপাতালের তরফে জ্যেষ্ঠ চিকিৎসকদের পাঠানো এক বার্তার সূত্র ধরে এ তথ্য জানায় তারা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভিআইপিদের চিকিৎসার প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে সেখানে। ওই ‘হাই অ্যালার্ট’ মেসেজে বলা হয়েছে, ক্রনিক রোগীদের যত দ্রুত সম্ভব সরিয়ে নিতে হবে। শুধু অতি জরুরি প্রয়োজন ছাড়া ভর্তি করা যাবে না।
দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের দেড় মাসের মাথায় এই খবর এলো। বাদশাহ সালমান ও রাজপুত্র মোহাম্মদ বিন সালমান দু’জনেই অবশ্য নিরাপত্তার স্বার্থে রাজধানীর বাইরে অবস্থান করছেন।
-এ
The post সৌদি রাজপরিবারের অন্তত দেড়শ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত! appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2xcMB28
No comments:
Post a Comment