ফাতেহ ডেস্ক:
মহামারি করোনায় বিশ্ব যখন পর্যদুস্ত, তখন ভাইরাসটির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। বলা যায়, এই একটি দেশের সংক্রমণ বাড়ার কারণে পৃথিবীর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে ভয়ংকর হারে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সংক্রমণে আগের সব রেকর্ড ভেঙেছে করোনাভাইরাস। ওদিকে যুক্তরাষ্ট্রের অবস্থা যাচ্ছেতাই, কয়েকদিন ধরে ৫০ হাজার কোভিড রোগী শনাক্তের পর গতকাল প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬০ হাজার।
টানা ৩ মাস ধরে বিশজুড়ে প্রতিদিন কমবেশি ১ লাখ মানুষ কোভিড-১৯ আক্রান্ত হতেন। জুন মাসের মাঝামাঝিতে দেড় লাখ ছাড়াতে লাগলো সংক্রমণ। চলতি মাসের শুরুতেই ২ লাখ ছুঁইছুঁই অবস্থা, প্রথমবারের মতো ২ লাখের কোটা অতিক্রম করল ৩ জুলাই। এরপর গতকাল সব রেকর্ড ভেঙে শনাক্ত হলেন ২ লাখ ১৩ হাজার ২৮০ জন।
ওদিকে যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ বল্গাহীন হয়ে উঠেছে এই ভাইরাস। কোনো প্রতিরোধ ব্যবস্থাই কাজে আসছে না। গতকাল আগের সব সংক্রমণের রেকর্ড ভঙ্গ করেছে দেশটি। নতুন করে শনাক্ত হয়েছেন ৬১ হাজার ৮৪৮ জন।
ফলে দেশটিতে সংক্রমণের মোট সংখ্যাটা বাড়তে বাড়তে ঠেকেছে সাড়ে ৩১ লাখে। শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. এন্থনি ফাউসি বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যুক্তরাষ্ট্রে দৈনিক ১ লাখ রোগী শনাক্ত হবে শিগগিরই।
মোট সংক্রমণ এবং মৃত্যুতে যুক্তরাষ্ট্র বেশ আগে থেকেই অন্যান্য দেশগুলোর ধরা-ছোঁয়ার বাইরে। এই মুহূর্তে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা) দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩৪ হাজার ৮৬২ জন।
সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৯২ হাজার ৬৭৯ জন ভাগ্যবান। তবে ১৫ হাজার ৪৫৭ জন আক্রান্ত রোগী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩১ হাজার ৩৯১ জন।
-এ
The post বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ, যুক্তরাষ্ট্রেও রেকর্ড appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3fdW5Lw
No comments:
Post a Comment