Monday, July 13, 2020

যেখানেই দুর্নীতি, সেখানেই অ্যাকশন: স্বাস্থ্য সচিব

ফাতেহ ডেস্ক:

দুর্নীতির সাথে আর এক ঘন্টাও থাকবো না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদরের ১শ’ শয্যা জেনারেল হাসপাতালসহ করোনা রোগিদের চিকিৎসার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্য সচিব বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিনই কোন না কোন উদ্যোগ আমরা গ্রহণ করছি।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছে ব্যাখা চাওয়াসহ একজন প্রফেসর চিকিৎসকে বরখাস্ত করার কথা জানিয়ে তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজির যারা অপরাধ করেছে তাদের কাউকে আমরা ছাড় দিচ্ছি না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোন জায়গায় অনিয়ম দুর্নীতির কোন তথ্য প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

স্বাস্থ্য সচিব আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা দিলেও তথ্য উপাত্ত এবং উপযুক্ত প্রমাণ পেতে অনেক সময় কিছুটা বিলম্ব হয়। তবে দেশের সরকারি বেসরকারি যে কোন হাসপাতালে কোন ধরণের দুর্নীতির অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়াসহ বেসরকারি প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন তৎপর রয়েছে। আমরা চাই সত্য বেরিয়ে আসুক এবং আমরা সত্যের সাথেই থাকতে চাই।

ব্রিফিং শেষে স্বাস্থ্য সচিব সদর জেনারেল হাসপাতালে জরুরি সভায় অংশ নেন। পরে নগরীর খানপুরে সরকারি করোনা চিকিৎসা কেন্দ্র ৩শ’ শয্যা হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় আরো ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব তানজিয়া সালমা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. গৌতম রায়, জেলা করোনা ফোকাল ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এবং সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান বিন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

The post যেখানেই দুর্নীতি, সেখানেই অ্যাকশন: স্বাস্থ্য সচিব appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3fsy2sf

No comments:

Post a Comment