Wednesday, July 1, 2020

যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না: ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন কোরবানির ঈদের পশুর হাটের সংখ্যা প্রয়োজনে কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেয়ার আশঙ্কা থাকায় এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। মহাসড়ক ও এর আশপাশে পশুর হাটের অনুমতি দেয়া যাবে না।’

মন্ত্রী বলেন, ‘যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকিকে ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি।’

The post যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না: ওবায়দুল কাদের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2NKiZxV

No comments:

Post a Comment