Wednesday, July 8, 2020

দেশে একদিনে মৃত্যু ৪৬, শনাক্ত ৩৪৮৯

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় দেশে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৬৭২ নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৪৮৯ জনের শরীরে।

বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ জনে।

আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। এর মধ্যে ২ হাজার ৭৩৬ জন সহ মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।

চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২.২৬ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৪৬.৯৬ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সবশেষ একদিনে মৃত্যুবরণ করাদের মধ্যে ৩৮ জন পুরুষ, ৮ জন নারী। তাদের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। ছয়জন আছেন ৭১-৮০ বছর ও তিনজন আছেন ৮১-৯০ বছরের মধ্যে। ২১-৩০ ও ৩১-৪০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে দুজন করে এবং একজন করে মৃত্যু হয়েছে ৪১-৫০ ও ৯০-১০ বছরের মধ্যে।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৭৯২ জনকে, ছাড় পেয়েছেন ৮০৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৫৬ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৬৯১ জনকে, ছাড় পেয়েছেন ৩ হাজার ১৩৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬২ হাজার ৯৯৮ জন।

The post দেশে একদিনে মৃত্যু ৪৬, শনাক্ত ৩৪৮৯ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Choqlg

No comments:

Post a Comment