ফাতেহ ডেস্ক:
চীনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের একটি বাস লেকের পানিতে পড়ে কমপক্ষে ২১ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংজুর আনশুন শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেশটির জরুরি বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বহনকারী একটি বাস আনশুন শহরের হংশান লেকের পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি রাস্তার রেলিং ভেঙে পার্শ্ববর্তী হংশান লেকের পানিতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দেশটির সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন সিসিটিভি’র খবরে বলা হয়, বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী দল এখনো উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
খবরে আরো বলা হয়, দুর্ঘটানা কবলিত বাসটির অধিকাংশই কলেজের শিক্ষার্থী ছিলেন। তারা চীনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘গাওকাও’তে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে এই পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিলো।
দুর্ঘটানার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে গুয়াংজুর স্থানীয় কর্তৃপক্ষ।
-এ
The post চীনে নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পরীক্ষার্থীদের বাস, নিহত ২১ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2AGgIRw
No comments:
Post a Comment