Wednesday, July 8, 2020

মাস্ক দুর্নীতিতে সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে দুদক

ফাতেহ ডেস্ক:

করোনাকালে মাস্ক-পিপিই দুর্নীতি অনুসন্ধানে জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক।

আজ (বুধবার) সেগুনবাগিচায় আরো দুই ঠিকাদারের কাছ থেকে দিনভর তথ্য-উপাত্ত সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা। ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো অভিযোগ অস্বীকার করলেও দুদক বলছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদেরকে তলব করা হয়।

সম্প্রতি কোভিড-নাইনটিন এর চিকিৎসায় নিম্নমানের সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অনুসন্ধান শুরু করেছে দুদক। বুধবার, তিন ঠিকাদারকে তলব করে দুদক।

জেএমআই গ্রুপের বিরুদ্ধে এন নাইনটি ফাইভ-মাস্কের মোড়কে মুগদা ও খুলনা মেডিকেলে নিম্নমানের মাস্ক ও পিপিই সরবরাহ করার অভিযোগ রয়েছে। বুধবার দিনভর দুদকের পরিচালক জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে চার সদস্যের টিম জিএমআই গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।

করোনায় আক্রান্ত দাবি করে এলান কর্পোরেশনের আমিনুল ইসলাম দুদকে হাজির হয়নি। আর হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন তমা কনস্ট্রাকশনের মেডিকেল ইউনিটের সমন্বয়কারী মতিউর রহমান।

দুদক সচিব দিলোয়ার বখ্ত জানালেন, মাস্ক দুর্নীতিতে সরকারি কোন কর্মকর্তা জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু ও মেডিটেক ইমেজিংয়ের পরিচালক হুমায়ুন কবিরকে তলব করেছে দুদক।

-এ

The post মাস্ক দুর্নীতিতে সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে দুদক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2O5P5nV

No comments:

Post a Comment