Tuesday, July 7, 2020

এ বছরের হজের নিবন্ধন শুরু

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের ভয়াবহতার কারণে এ বছর সীমিত পরিসরে পবিত্র হজ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে সৌদি আরবে যারা অবস্থান করছেন শুধু তারাই এ বছরের হজে অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি হজে অংশগ্রহণকারীদের মেনে চলতে হবে বিভিন্ন স্বাস্থ্যবিধি।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সেখানে থাকা বিদেশি নাগরিকদের জন্য সোমবার থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সীমিত পরিপরে হজ উদযাপনের অংশ হিসেবে এবার যারা অংশ নিতে পারবেন, তাদের ৭০ শতাংশ হবে দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিক। বাকি ৩০ শতাংশ হবে সৌদি নাগরিক।

বলা হয়েছে, ডায়াবেটিস ও হৃদরোগের মতো স্বাস্থ্য জটিলতা নেই এমন ২০ থেকে ৬৫ বছর বয়সের বিদেশি নাগরিকরা হজের জন্য নিবন্ধন করতে পারবেন। আগ্রহী হজযাত্রীদের https://ift.tt/2anWFEE ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া শুক্রবার পর্যন্ত চালু থাকবে।

৩০ শতাংশ সৌদি নাগরিকদের বাছাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে, যারা করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন চিকিৎসক ও নিরাপত্তা কর্মীরা শুধু এ সুযোগ পাবেন। সরকারি ডাটাবেজ দেখে তাদের নির্ধারণ করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে পৌঁছানোর আগে হজযাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। আবার হজব্রত পালন শেষে বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

-এ

The post এ বছরের হজের নিবন্ধন শুরু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iAmVzs

No comments:

Post a Comment