Saturday, July 4, 2020

আমেরিকার মসজিদে বিনামূল্যে করোনার টেস্ট

ফাতেহ ডেস্ক:

কোভিড-১৯-এর বিস্তার প্রতিরোধ করার জন্য আমেরিকার একটি মসজিদ সকল মুসল্লি এবং নাগরিকদের নিকট থেকে বিনামূল্যে করোনার টেস্ট করে দিচ্ছে।

টেক্সাসের প্রাচীনতম মসজিদসমূহের মধ্যে একটি মসজিদ হচ্ছে ডালাসের আল-ইসলাম মসজিদ। এই মসজিদে গতকাল থেকে বিনামূল্যে করোনার টেস্ট নেওয়া শুরু করেছে।

ডালাসের দক্ষিণে অবস্থিত আল-ইসলাম মসজিদটি ৬৫ বছর ধরে নিয়মিত খাদ্য, পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করতে আসছে। প্রতি বছর প্রায় ২৬-এর বেশি লোক মসজিদের দাতব্য সেবা ব্যবহার করে।

আমেরিকায় প্রায় ২৭ লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ১ লাখ ৩০ হাজার জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিক থেকে আমেরিকা শীর্ষস্থানে রয়েছে। ইকনা

-এ

The post আমেরিকার মসজিদে বিনামূল্যে করোনার টেস্ট appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gy6ulz

No comments:

Post a Comment