Wednesday, July 1, 2020

১২ বছরে ১৪ বার ওয়াসার পানির দাম বৃদ্ধি

ফাতেহ ডেস্ক:

করোনাকালীন এই দুর্যোগেও ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী বলেছেন, গত ১২ বছরের মধ্যে ১৪ বার ওয়াসার পানির দাম বাড়ানো হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

মুবিনুল হায়দার চৌধুরী বলেন, বছর না যেতেই ফের পানির দাম বাড়ানো হয়েছে। ওয়াসা এবার শতকরা ২৫ ভাগ দাম বাড়িয়েছে। প্রতি হাজার লিটার পানির দাম আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা।

করোনার এই দুর্যোগকালীন সময়ে যখন মানুষের জীবনযাত্রার ব্যয় মেটাতে নাভিশ্বাস উঠছে, তখন এই মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ স্বরূপ মন্তব্য করে তিনি বলেন, ওয়াসার সরবরাহকৃত পানি সবক্ষেত্রে নিরাপদ নয়। তারা সেবার মান না বাড়িয়ে উল্টো বছর বছর দাম বাড়াচ্ছে।

মার্কসবাদী এই নেতা বলেন, বিগত ১২ বছরের মধ্যে ১৪ বার ওয়াসার পানির দাম বাড়ানো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পানির মূল্য শতকরা ৫ ভাগ বাড়ানো হয়। বছর না যেতে ফের বাড়ানো হলো। অথচ ওয়াসা আইনে বছরে অনধিক মূল্য শতকরা ৫ ভাগ বাড়ানোর বিধান রয়েছে।

সেই বিধান লঙ্ঘন করে মূল্যবৃদ্ধি বেআইনি ও অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, জনগণকে জীবন ধারণের অত্যন্ত প্রয়োজনীয় এ পরিষেবা থেকে বঞ্চিত করছে সরকার। এডিবিসহ তথাকথিত সাম্রাজ্যবাদী দাতা সংস্থাসমূহের পরামর্শে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সুদূরপ্রসারী চক্রান্ত ছাড়া আর কিছু নয়।

-এ

The post ১২ বছরে ১৪ বার ওয়াসার পানির দাম বৃদ্ধি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2AioL6G

No comments:

Post a Comment