Sunday, July 12, 2020

টিসিবির পণ্য কিনতে ভিড়

ফাতেহ ডেস্ক:

কোরবানির ঈদকে ঘিরে রাজধানীসহ সারা দেশে ২৬৪টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

করোনা সংকটে খরচ বাঁচাতে ভর্তুকিমূল্যে তিনটি পণ্য (চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল) কিনতে রোববার নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও ভিড় করতে দেখা যায়।

রাজধানীর সচিবালয় গেট, জাতীয় প্রেস ক্লাব ও রামপুরা বাজার এলাকার টিসিবির বিক্রয় কেন্দ্রের ডিলারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ডিলাররা জানান, রাজধানীতে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মানুষকে সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে বিক্রয় কেন্দ্রের সামনে লাইনে দাঁড়াতে দেখা যায়। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৫০ টাকায়।

একজন ক্রেতার কাছে সর্বোচ্চ দুই কেজি বিক্রি করা হয়েছে। এছাড়া মসুর ডাল প্রতি কেজি ৫০ টাকা দরে একজন ক্রেতার কাছে সার্বোচ্চ এক কেজি বিক্রি করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে একজন ক্রেতার কাছে সর্বোচ্চ ৫ লিটার বিক্রি করা হয়েছে।

টিসিবি সূত্র বলছে, কোরবানির ঈদ ঘিরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রিতে ডিলারদের পর্যাপ্ত পণ্য দিয়ে প্রতিদিন স্পটে পাঠানো হচ্ছে। পণ্যের কোনো সংকট নেই। সব স্তরের মানুষ কিনতে পারবেন। একজন ডিলারকে প্রতিদিন ট্রাক প্রতি ৬০০-৭৫০ কেচি চিনি, ১৫০-২০০ কেজি মসুর ডাল ও এক হাজার থেকে বারোশ’ লিটার সয়াবিন তেল দেয়া হচ্ছে।

রামপুরা বাজার এলাকায় টিসিবির বিক্রয় কেন্দ্রে পণ্য কিনতে আসা মো. আতিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে আয় নেই। যে কারণে পরিবার নিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে।

The post টিসিবির পণ্য কিনতে ভিড় appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2WeBuix

No comments:

Post a Comment