Saturday, July 11, 2020

দেশে করোনার ভুয়া রিপোর্ট, আলোচনা সারা বিশ্বে!

ফাতেহ ডেস্ক:

সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট ধরিয়ে দেওয়া হচ্ছে, এই আলোচনা দেশের সীমানা পেরিয়ে গেছে বেশ কয়েকদিন আগেই। ইতালির সবচেয়ে প্রভাবশালী পত্রিকায় এ নিয়ে লিড হেডিং হয়েছে। ঘটনাটা এখানেই শেষ হয়নি, বাংলাদেশ থেকে ১৪৫ জন যাত্রী নিয়ে ইতালিতে যাওয়া একটি বিমান ফিরিয়ে দিয়েছে দেশটি। তারপর থেকে যত সময় যাচ্ছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার ভুয়া রিপোর্টের কথা।

শুধু রিজেন্ট হাসপাতালের এই একটা ঘটনা নয়, জেকেজি হেলথ কেয়ার নামে আরেকটি সংস্থার বিরুদ্ধে হাজার হাজার ভুয়া রিপোর্ট ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিচ্ছিন্নভাবে এমন ঘটনা ঘটেছে আরো কয়েকটি জায়গায়। সারা পৃথিবীই যেহেতু করোনার সংক্রমণে পর্যদুস্ত, তাই এমন খবর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। যারাই এমন ঘটনা সম্পর্কে জানতে পারছে, তারাই তীক্ষ্ম পর্যবেক্ষণে রাখছে বাংলাদেশকে।

নিয়মানুযায়ী সর্বশেষ ইতালি যাওয়া ১৪৫ যাত্রীর কাছে করোনা নেগেটিভের সার্টিফিকেট ছিল। তারপরও ইতালিতে অবতরণের পর নমুনা পরীক্ষা করে তাদের কয়েকজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে, যা হতবাক করেছে ইতালিসহ পুরো বিশ্বকে। অর্থাৎ ওই যাত্রীদের অনেককে ভুয়া করোনার সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়েছে। স্বয়ং ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ থেকে ইতালি যাওয়া ৭০ শতাংশ লোকই করোনায় আক্রান্ত ছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার ফলাফল হতে পারে সুদূরপ্রসারী। বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনাও ঘটে যেতে পারে। এভিয়েশনের ক্ষেত্রে বাংলাদেশ পড়ে যেতে পারে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি। তাই এই মুহূর্তেই সরকারকে এ নিয়ে কঠোর হতে হবে এবং ভাবমূর্তি ফিরিয়ে আনতে বিশেষভাবে কাজ করতে হবে।

-এ

The post দেশে করোনার ভুয়া রিপোর্ট, আলোচনা সারা বিশ্বে! appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iZejCT

No comments:

Post a Comment