ফাতেহ ডেস্ক:
চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৮ হাজার ৩৬২ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে রেকর্ড ৪ হাজার ১৯ জনের শরীরে।
বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯২৬ জন।
আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে নতুন ৪ হাজার ৩৩৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
এর আগে দেশে একদিনে আক্রান্তের রেকর্ড ছিল ৪ হাজার ১৪ জন, ২৯ জুন।
চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৮৯ শতাংশ, শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ এবং সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যু বরণ করেছেন তাদের ৩২ জন পুরুষ, ছয়জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন; রাজশাহী ও খুলনা বিভাগে পাঁচজন করে, বরিশাল ও সিলেট বিভাগে দুজন করে এবং রংপুর বিভাগে একজন।
হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৩ জনের, বাড়িতে পাঁচজনের। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৬ জনের ৫১-৬০ বছরের ঘরে। দ্বিতীয় সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের মধ্যে। সাতজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ৩১-৪০, ৪১-৫০ ও ৮১-৫০ বছর বয়সীদের মধ্যে মৃত্যু দুজন করে এবং একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৯৬০ জনকে, ছাড় পেয়েছেন ৭৭৫ জন; বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৭৫৭ জন।
এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৮৯৪ জনকে, ছাড় পেয়েছেন ৩ হাজার ১৬৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৬০৮ জন।
The post দেশে একদিনে মৃত্যু ৩৮, শনাক্ত রেকর্ড ৪০১৯ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3dWLXFf
No comments:
Post a Comment