Monday, July 13, 2020

একদিনে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯

ফাতেহ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আরও ৩৯ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৯১ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন।

সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩ হাজার ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের করোনা শনাক্ত হলো।

অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন করোনায় মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৯১ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩০ জন পুরুষ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

The post একদিনে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3j08CUU

No comments:

Post a Comment