Friday, July 3, 2020

করোনায় বিএনপি নেতা এমএ হকের ইন্তেকাল

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েই মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক।

সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে বলে রাতে জানান সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।

এর আগে হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলের দিকে এমএ হককে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

তিনি আরও জানান, এমএ হকের করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট তখনো আসেনি। মঙ্গলবার নগরীর যতরপুরের বাসা থেকে এমএ হককে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এমএ হক সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুটি জানাজা শেষে বালাগঞ্জের গহরপুরের কলুমা গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে বিএনপির এ নেতার দাফন সম্পন্ন হয়।

The post করোনায় বিএনপি নেতা এমএ হকের ইন্তেকাল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iudAcs

No comments:

Post a Comment