ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রামিত মানুষের সংখ্যা বৃদ্ধি কারণে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মসজিদে এখনও জুমার নামাজ বন্ধ রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের মসজিদসমূহে বুধবার থেকে পাঁচ ওয়াক্ত নামাজের অনুমতি দেওয়ার হলেও জুমার নামাজ এখনও বন্ধ রয়েছে।
আমিরাতে করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধ করতে প্রায় তিন মাসের অধিক সময় ধরে সকল মসজিদ বন্ধ ছিল। দীর্ঘ সময় পর সেদেশের সরকার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের অনুমতি দিলেও শুক্রবার জুমার নামাজের অনুমতি দেয়নি।
মুসল্লি ও দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করার পর সংযুক্ত আরব আমিরাতের মসজিদ এবং অন্যান্য উপাসনালয় পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সকল ইবাদতের স্থানে ৩০ শতাংশ উপাসক ও দর্শনার্থী উপস্থিত থাকতে পারবে।
মসজিদ পুনরায় খোলার জন্য কর্তৃপক্ষরা এজেন্ডায় নির্দেশনা দিয়েছেন যে উপাসকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুসল্লিদের মসজিদে প্রবেশের পূর্বে অবশ্যই মাস্ক ও গ্লোভস ব্যবহার করতে হবে এবং ব্যক্তিগত জায়নামাজে নামাজ আদায় করতে হবে।
The post করোনাভাইরাসের কারণে আমিরাতে জুমার নামাজ বন্ধ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/31IM4SE
No comments:
Post a Comment