ফাতেহ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের সততর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, বিক্ষোভকারীদেরও উচিত সচেতন থাকা।
তিনি বলেন, আমরা মানুষের মধ্যে আবেগ দেখেছি। অনেকেই হয়ত অনুভব করেছেন যে তাদের এখন বাইরে বেরিয়ে নিজেদের মনের কথাগুলো বলা উচিৎ। আমরা তাদের মনে করিয়ে দিতে চাই, নিজেদের রক্ষা করুন, সঙ্গে অন্যদেরও।
শুক্রবার এক বিবৃতিতে ডব্লিউএইচও বলে, বিশ্বে করোনাভাইরাসের মহামারী এখনও চলছে এবং সংক্রমণ এড়াতে মানুষকে যেমন নিজেদের রক্ষার চেষ্টা করতে হবে, সরকারগুলোকেও পরীক্ষা চালিয়ে যেতে হবে।
মার্গারেট হ্যারিস বলেন, উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এখন বিশ্বে করোনাভাইরাসের বিস্তারের উপকেন্দ্র। আমরা বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখছি, আমি নির্দিষ্ট করে শুধু ইউরোপের কথা বলছি না, লকডাউন যখন শিথিল করা হচ্ছে, সামাজিক দূরত্ব রাখার কড়াকড়ি যখন কমে যাচ্ছে, অনেকেই ধরে নিচ্ছে যে সঙ্কট বোধহয় শেষ হয়েছে।
তিনি বলেন, এটা শেষ হয়নি। যতদিন পর্যন্ত পুরো বিশ্বের কোথাও করোনাভাইরাস থাকবে, এটা শেষ হবে না।
-এ
The post কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীদের সতর্ক করল ডব্লিউএইচও appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3cCA86A
No comments:
Post a Comment