Friday, June 5, 2020

করোনা আক্রান্তে ষষ্ঠ ভারত

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্তের হিসাবে এক সময়কার ‘হটস্পট’ ইতালিকে ছাড়িয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। শনিবারের মধ্যেই স্পেনকে ছাড়িয়ে দেশটি পঞ্চম স্থানে উঠে আসতে যাচ্ছে।

আজ শনিবার সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ১৮৪ জন। মারা গেছেন ছয় হাজার ৬৪৯ জন।

ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ হাজার ৭৭৪ জন।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৯ হাজার ৮৫১ জন যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

এই সময় জানায়, আক্রান্তের এমন রেকর্ড ভারতে গত কয়েক দিন ধরেই করে চলেছে। বুধবারের পর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজারের নীচে নামেনি।

দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে এখন ভারতের স্থান তিন নম্বরে; ব্রাজিল এবং আমেরিকার পরেই। এমনকি আক্রান্তে আরেক হটস্পট রাশিয়ার অবস্থানও ভারতের পরে।

যে হারে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে শনিবারের মধ্যেই স্পেনকে টপকে পঞ্চম স্থানে চলে আসবে ভারত। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন। মারা গেছেন ২৭ হাজার ১৮৪ জন।

ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধু গত চার দিনেই করোনায় ভারতে ৯০০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই হারকে আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার মানুষের। সুস্থ হয়েছে ২৭ লাখ ৪৫ হাজার জন।

-এ

The post করোনা আক্রান্তে ষষ্ঠ ভারত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dQ2U5n

No comments:

Post a Comment