Sunday, June 28, 2020

আল-আকসায় ৩০ হাজার মুসল্লির নামাজ আদায়

ফাতেহ ডেস্ক:

নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হলো মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ। শুক্রবার জুমায় সেখানে ৩০ হাজার মানুষ নামাজ আদায় করেছেন বলে জানা গেছে। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করেই সবাই নামাজে এসেছেন বলে নিশ্চিত করেছেন জেরুজালেমের জর্ডানিয়ান ওয়াকফ কমিটির পরিচালক সেখ আজ্জাম খতিব।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সবাই মসজিদে এসেছেন। আগে থেকেই আমরা সবাইকে এ সম্পর্কিত নির্দেশনা দিয়ে রেখেছিলাম। সবাইকে বলা হয়েছে, নিজস্ব জায়নামাজ আনতে হবে এবং মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। প্রত্যেক কাতারে নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

তিনি আরো বলেন, জেরুজালেমে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। বিভিন্ন গণজমায়েতের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। তাই আমরা বেশ সতর্ক অবস্থানে থেকেই আল-আকসায় জুমার নামাজ আদায় করেছি। এর কারণ জেরুজালেমে ভাইরাসের সংক্রমণ বাড়িয়ে দেয়ার দায়দায়িত্ব আমরা কোনোভাবেই নিতে পারবো না।

আজ্জাম খতিব বলেন, মুসল্লিরাও বেশ সতর্ক অবস্থানে থেকে নামাজ আদায় করতে সক্ষম হয়েছেন। তারাও ভালো করে জানেন যে, করোনা ছড়িয়ে পড়ার অজুহাত দিয়ে ইজরাইলি কর্তৃপক্ষ যেকোনো সময় আল-আকসা মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করতে পারে।

The post আল-আকসায় ৩০ হাজার মুসল্লির নামাজ আদায় appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3i7QPLh

No comments:

Post a Comment