Sunday, June 28, 2020

আক্রান্তে শীর্ষ ১৭ দেশের মধ্যে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশে

ফাতেহ ডেস্ক:

বিশ্বে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্তের হিসাবে বাংলাদেশের অবস্থান এখন ১৭তম। আর এই ১৭ দেশের মধ্যে প্রতি ১০ লাখে সবচেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে বাংলাদেশে।

রবিবার ‘টেস্ট কোন দেশে আসলে কেমন হচ্ছে’ শিরোনামে লাইভ প্রতিবেদনে বিবিসি বাংলা এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে টেস্ট করা হয়েছে এখন পর্যন্ত ৩ কোটি ২ লাখ মানুষের। প্রতি ১০ লাখে প্রায় ১ লাখ মানুষের টেস্ট করা হয়েছে দেশটিতে।

ব্রাজিলে প্রায় ১০ ভাগের এক ভাগ টেস্ট করা হয়েছে। প্রতি ১০ লাখে ১৩ হাজার ৭৬৬ জনকে টেস্ট করা হয়েছে।

তবে এদিক থেকে এগিয়ে আছে রাশিয়া। প্রতি ১০ লাখে টেস্ট করা হয়েছে ১ লাখ ২৮ লাখের বেশি। যুক্তরাজ্যও প্রতি ১০ লাখে ১ লাখ ৩০ হাজারের বেশি টেস্ট করেছে।

ভারতে যদিও ৮২ লাখের বেশি টেস্ট করা হয়েছে, তবুও দেশটিতে প্রতি ১০ লাখে টেস্টের সংখ্যা ৫ হাজারের কিছু বেশি।

প্রথম যে ১৭টি দেশ আছে সংক্রমণের দিক থেকে, তাদের মধ্যে বাংলাদেশ ১৭ নম্বরে। এই ১৭টি দেশের মধ্যে প্রতি ১০ লাখে সবচেয়ে কম টেস্ট হয়েছে বাংলাদেশেই।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ পর্যন্ত মোট ৭ লাখ ১২ হাজার ৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৭৮ জন।

The post আক্রান্তে শীর্ষ ১৭ দেশের মধ্যে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Zfxpvf

No comments:

Post a Comment