ফাতেহ ডেস্ক:
বিশ্বজুড়ে করোনা মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লাখের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত। এর মধ্যে ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে প্রাণঘাতী ভাইরাসটিতে।
শুরু থেকে করোনাভাইরাসের পরিসংখ্যান সংরক্ষণ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুসারে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার জন।
বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যুর সংখ্যা ৫৩ হাজারের কাছাকাছি।
মৃত ৪৩ হাজার ছাড়িয়ে যাওয়া যুক্তরাজ্য আছে তৃতীয় অবস্থানে। এরপরেই ইতালিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬৭৫ জন। পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৭২০ জন।
বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৪ লাখ ৩৭ হাজার। এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত এখন ২৪ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।
দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল ১১ লাখ ৫৭ হাজারের অধিক আক্রান্ত নিয়ে। ৬ লাখ ছাড়িয়ে যাওয়া আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে আছে রাশিয়া। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৫১৩ জন।
এরপরেই ভারতে আক্রান্ত সাড়ে চার লাখ ৭৩ হাজারের কাছাকাছি। দেশটিতে মারা গেছেন ১৪ হাজার ৯০০ এর বেশি লোক। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে।
এদিকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে১ হাজার ৫৮২ জনের।
The post করোনায় বিশ্বে মৃত ৪ লাখ ৮০ হাজার ছাড়াল appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2Vg0bdT
No comments:
Post a Comment