Sunday, June 14, 2020

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতা জারি

ফাতেহ ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় সৌদি আরবে কারফিউ তুলে নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জনজীবন স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত আছে। এর মাঝেই সতর্কবার্তা দিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধি পাচ্ছে। সামাজিক দূরত্ব মেনে না চলার কারণে আবার করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদ আল-আলি বলেন, মে মাসের শেষে দেশে করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা ১ শতাংশে নেমে এসেছিল। কিন্তু কিছু মানুষ ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি অমান্য করার পাশাপাশি বড় গণজমায়েতে অংশ নিচ্ছে। এর কারণে আবার ভাইরাসটির সংকমণ বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৪ হাজার ২৩৩ জনের দেহে নতুন করে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। এর আগে একদিনে এত সংখ্যক মানুষ শনাক্ত করা হয়নি দেশটিতে। নতুন শনাক্তদের অধিকাংশই রাজধানী রিয়াদের।

আল-আলি বলেন, আমাদের সামনে দুটি রাস্তা খোলা আছে। প্রথমটি হলো, কোনো স্বাস্থ্যবিধি অনুসরণ করা ছাড়াই সবাই চলাচল করবে। এতে করে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাবে। বেশি মানুষের মৃত্যু হবে।

দ্বিতীয়টি হলো, সবাই ভাইরাস থেকে বাঁচতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলাচল করবে। এভাবে চললে ভাইরাসে সংক্রমণের মাত্রা ধীরে ধীরে কমে আসবে।

সৌদি আরবে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষের সংক্রমণ হয়েছে। মারা গেছে ৯৭২ জন।

-এ

The post সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতা জারি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hw8A6v

No comments:

Post a Comment