Sunday, June 14, 2020

সিরিয়ায় নতুন করে সেনা পাঠাল তুরস্ক

ফাতেহ ডেস্ক:

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশ নতুন করে সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক। ওই অঞ্চলের তুর্কি বাহিনীর উপস্থিতি জোরদার করার লক্ষ্যে এই নতুন সেনাবহর পাঠানো হয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এক রিপোর্টে জানিয়েছে, তুরস্কের সামরিক বাহিনীর অন্তত ৪০টি গাড়ির একটি বহর কাফ্‌র লুজিন সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে এবং এসব গাড়ি হাসাকা প্রদেশের তুর্কি সামরিক বাহিনীর অবস্থানের দিকে এগিয়ে গেছে।

পার্স টুডের খবরে বলা হয়েছে, সিরিয়ায় মোতায়েন ১৪০ তুর্কি সেনা ও পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তুরস্কের এসব সেনা ও পুলিশ সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহর এবং ইদলিব প্রদেশের আরো কয়েকটি জায়গায় মোতায়েন রয়েছে। এরমধ্যে ২০ জন সেনা সদস্য, বাকি সবাই পুলিশ।

-এ

The post সিরিয়ায় নতুন করে সেনা পাঠাল তুরস্ক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2MUHnfM

No comments:

Post a Comment