ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত দুটিসহ ১৬ হাজার ২৭৬ কোটি টাকার মোট ১০টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘আজকের বৈঠকে আমরা সাতটি মন্ত্রণালয়ের ১০টি প্রকল্প উত্থাপন করি। ১০টি প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৬২৭৬.০৩ কোটি টাকা। তার মধ্যে ১৪৪০১.৫২ কোটি টাকা জাতীয় তহবিল থেকে ব্যয় করা হবে।’
তিনি বলেন, ১০টি প্রকল্পের মধ্যে চারটি আগেই অনুমোদন পেয়েছে। আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৈঠকে উত্থাপন করা হয়।
কভিড-১৯ সংক্রান্ত দুটি প্রকল্প হলো- ১১২৭.৫২ কোটি টাকা ব্যয়ে ‘কভিড-১৯ জরুরি সাড়াদান ও মহামারি প্রস্তুতি প্রকল্প’ এবং ১৩৪৫.৫৬ কোটি টাকা ব্যয়ে ‘কভিড-১৯ জরুরি সাড়াদান সহায়তা প্রকল্প’।
পরিকল্পনামন্ত্রী জানান, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের জুনের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর এই দুটি প্রকল্প বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, এই দুটি প্রকল্প আগেই অনুমোদন দেয়া হয়েছে। আজকের বৈঠকে এর কোনো সংশোধনের প্রয়োজন পড়েনি।
পাশাপাশি চারটি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে একনেক।
চারটি নতুন প্রকল্প হলো- ৩১২৮.৪৩ কোটি টাকা ব্যয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মসূচির ৭ম ধাপ, ৫৬ কোটি টাকা ব্যয়ে কৃষিতে যথাযথ প্রযুক্তি এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন ও কাটা আরও লাভজনক করার প্রকল্প, ৬০.৫০ কোটি টাকা ব্যয়ে উন্নত মানের মশলা জাতীয় বিজ উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিতরণ প্রকল্প এবং ৪৭৫.২৬ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা জেলায় ড্রেনেজ পদ্ধতি উন্নতকরণ প্রকল্প।
-এ
The post করোনা সংক্রান্ত দুটিসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/300UYtS
No comments:
Post a Comment